
কিশোর কুমার: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় যুব সংঘ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মুড়াকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষের চারা রোপন এবং স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম তেঁতুলিয়া যুব সংঘের উপদেষ্টা তাজমুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিক, আ. স.ম. জাহিদুল ইসলাম, মো. শাহাজান আলী, মো. আজিজুর রহমান প্রমুখ। গাছ বিতরণ শেষে বিদ্যালয়ের সেমিনার কক্ষে গাছের উপকারিতা ও পরিচর্যা বিষয়ক একটা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা গাছের বিভিন্ন উপকারিতার কথা ছাত্র ছাত্রীদের মাঝে তুলে ধরেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করেন তারা।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন তেঁতুলিয়া যুব সংঘের প্রচার সম্পাদক জহর হোসেন সাগর।