বিশেষ প্রতিবেদক, তালা: তালায় মায়ের উপর অভিমান করে পুজাদাশ (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ফতেপুর গ্রামের বিমল দাশের মেয়েও স্থানীয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে নিজ বাড়িতে ঘটে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই শ্মশানে পুজার অন্তোষ্টি ক্রিয়া সম্পান্ন হয়েছে। নিহতের পরিবার সুত্রে জানাযায়,পরিবারের কাজে সহযোগিতা ও ঠিক মত লেখা পড়া না করায় পুজাকে তার মা বকাবকি করে বাড়ি থেকে চলে যান। মায়ের উপর অভিমান করে বাড়িতে কেউ না থাকায় মায়ের শাড়ি পেঁচিয়ে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় পুজা। পরে তার মা ঘরে ফিরে তাকে মৃত অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে পুজাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই অন্তোষ্টি ক্রিয়া সম্পান্নের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তালায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
পূর্ববর্তী পোস্ট