
নজরুল ইসলাম তালা থেকে: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রত্যুষে ৫০ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয় নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ বেদিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা সদর প্রেসক্লাব, বে-সরকারী সংস্থা সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা পুরাতন ব্রজেন দে স্কুল মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন. সংগঠনের ২০০শত কবুতর উড়ানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ,শরীরচর্চা, ডিসপ্লে,মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও আ,লীগ নেতা সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুুরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, জেএসডি নেতা নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।