তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার উথালী গ্রামে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে। হামলায় আহত উথালী গ্রামের ব্যবসায়ী অমল রায় (ছোট খোকন) কে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।রোববার (১২ অক্টোবর) সকাল সোয়া ৬ টার দিকে তালা উপজেলার উথালী গ্রামে এ ঘটনা সংঘটিত হয়।
অমল রায় (ছোট খোকন) এর পুত্র পান্না কুমার রায় জানান, তার পিতার সঙ্গে কলারোয়া কেড়াগাচী গ্রামের রশিদ কাটোয়ারীর পুত্র মোঃ তরিকুল ইসলামের ব্যবসায়িক এক লাখ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তার পিতা হাঁটতে গেলে ৭ জনের একটি দল সংঙ্গবদ্ধ হয়ে তাকে পিছন দিক থেকে আক্রমণ করে। হামলাকারীরা তার মাথায় জিন্স কাপরের ব্যাগ ঢুকিয়ে এবং মুখে কিল-ঘুষি মারতে থাকে। এছাড়া মুখের ভিতরে হাত ঢুকিয়ে জিহ্বা টানার চেষ্টা চালায়।
অমল রায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করে কালিগঞ্জ উপজেলা নলতা গ্রামের আব্দুর রউফ সরদার এর পুত্র সাকিবুল হাসান (২০), কলারোয়া কেড়াগাছী গ্রামের মৃত.মুনসুর আলী পুত্র সিরাজুল ইসলাম(৩৮), একই উপজেলার কাকডাঙ্গা গ্রামের মো. নাসির উদ্দীনের পুত্র আমির হোসেন (৩৩) আটক করে। বাকি অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পলায়ন করেন। পরে তালা থানা পুলিশ এসে আসামীদের হেফাজতে নেয়। গুরুতর আহত পান্না কুমার রায়ের পিতা অমল রায় (ছোট খোকন) কে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা তালা থানায় একটি এজাহার রুজু করা হয়েছে। যার নং-০৩,ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭,তাং-১২.১০.২৫।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত তিনজন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।