
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কার প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাঠ ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক ।
মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেবকী রানীর পরিচালনায় অনুষ্ঠানে নারী নেত্রী গুলশান আরা, নারী উন্নয়ন সংস্থার ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে অদম্য ৫ নারীকে পুরষ্কৃত করা হয়। এরমধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল নারী রুপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ, নির্যাতিতা থেকে উদ্যোমী, কর্মঠ ও স্বাবলম্বী নারী ফরিদা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিরিনা সুলতানাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

