তালা অফিস: তালায় “নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা ও জয়িতা সম্মননা প্রদান করা হয়েছে। সোমবার(০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি র্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম,সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার,ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোঃ ওবাইদুল্লাহ,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, অধ্যাপক অচিন্ত কুমার সাহা প্রমূখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সর্ব শ্রেণির নারী পুরুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ৫ জন নারীকে জয়িতা সম্মননা হিসাবে ক্রেস্ট,শাড়ি,শাল ও দুপুরের খাবার প্রদান করা হয়েছে। আলোচনা সভা শেষে জাহানারা খাতুন, স্বর্ণলতা পাল, কুলসুম বিবি, ছবেদা খাতুন ও সকিনা বেগমকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকেয়ার জীবনী তুলে ধরেন এবং নারীদের দেশের অগ্রযাত্রায় এগিয়ে আসার আহ্বান জানান।