
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তারেক হাসানের সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৮ ই ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ,সাংবাদিক ও সুধীজনের নেতৃবৃন্দ।
মত বিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তারেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ¦ ডা. মাহামুদুল হক, তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন,তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক, তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দত্ত,তালা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার আব্দুল হান্নান,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন।
সরকারী কর্মকর্তাবৃন্দ- তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম গাজী,উপজেলা নির্বাচন অফিসার রাসেল রানা, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল করিমসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপির প্যানেল চেয়ারম্যান নবী নেওয়াজ সরদার, সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, কুমিরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মফিদুল , তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়াতে নেতা অধ্যাপক গোলাম ফারুক,মাগুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম,খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম.মফিদুল হক লিটু,খলিলনগর ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মির্জা সাকিব, প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তালার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, সেবাপ্রদানে স্বচ্ছতা, দাপ্তরিক জটিলতা নিরসন, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, তালাকে একটি আধুনিক, সেবাবান্ধব ও জনমুখী প্রশাসনিক মডেল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সমাজের প্রতিটি ব্যক্তির মতামত ও অংশগ্রহণ উন্নয়নকে আরও গতিশীল করবে। এছাড়া বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন।

