নজরুল ইসলাম,তালা অফিস থেকে : তালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতারণ কালে প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, দলের ছোট একটি অংশ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন পর্যন্ত সাধারণ নেতাকর্মীদের মাঠে রাখা ও দলকে সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। শনিবার (১৯ অক্টোবর) বিকাল চারটায় সারাদেশে লিফলেট বিতরণের অংশ হিসেবে তালা উপশহরে লিফলেট বিতরণ, কর্মী সভা ও দোকানদের সাথে কুশল বিনিময় করেন।
তাছাড়া তিনরাস্তার মোড়ে কর্মী সভায় প্রধান অতিথি আরও বলেন,ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে আজকের এই যৌথ কর্মীসভা সভা ও লিফলেট বিতরণ। তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির,সাংগঠনিক সম্পাদক মো: আমান উল্লাহ আমান, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু,যুগ্ম-আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক জর্জ আব্রাহাম রাসেল,সাবেক ছাত্রদল নেতা খাঁন নাজমুল হুসাইন,মোঃ আব্দুল মান্নান মোড়ল মিঠুসহ ১২টি ইউনিয়ন যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে কলারোয়া পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর ইসলাম জিয়াকে আর্থিক সহয়তা প্রদান করা হয়।