প্রেস বিজ্ঞপ্তি: কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিস, সাতক্ষীরার মো. মনিরুজ্জামানের উপস্থাপনায় বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। নভেম্বর-ডিসেম্বর, ২০২৩ সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিসেফের সহযোগিতায় এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম নিশ্চিত করেছেন।