নজরুল ইসলাম, তালা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, আধুনিক বাংলার রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে তালা ডাক বাংলো চত্বরে দিনব্যাপি নানান কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৯ টা হতে দুপুর ১২ পর্যন্ত কুরআন তেলোওয়াত, জুম্মার নামাজে উপজেলার প্রতিটি মসজিদের পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, দুপুর ২ টায় তালা ফারুক শিশু সনদ এতিমখানায় এতিমদের মাঝে উন্নত মানের খাদ্য বিতারণ ও দুপুর তিনটায় স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্। তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, বিএম বাবলুর রহমান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো: আবুল হাসান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আজিজ, কার্যকারী সভাপতি এমএম আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: জামাল উদ্দীন মোড়ল, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডা: আকরাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক আবু বক্কর গাজী, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম খোকা, খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম মোল্লা,মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর কাদের শেখ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গোলদার, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মো: ইমরান হোসেন বাবু, জাতীয় সৈনিক পার্টি তালা উপজেলা শাখার সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, জাতীয় সেচ্ছাসেবক পার্টি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এসএম তকিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়ন শাখার সভাপতি মো: লিটন হুসাইন, সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, যুবনেতা মো: বাহারুল ইসলাম,কাজী আসাদ.এসএম আলিম, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, জাতীয় ছাত্র সমাজ তালা সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর মোড়ল, সহ-সভাপতি যুধিষ্ঠির চক্রবর্তী, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন, তালা উপজেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: মুকুল সরদার। স্মরণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন তালা উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দীন সাহেব, গীতা পাঠ করেন শ্রী যুধিষ্ঠির চক্রবর্তী। মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের শ্রেষ্ট ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুহা: তাওহীদুর রহমান। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের গনতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পল্লীবন্ধু সেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশে সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে লাঙ্গল প্রতিকে বিজয়ী করা আহব্বান জানান।
তালায় পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট