নজরুল ইসলাম, তালা:
আগামী ১৪ জুলাই সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তালা সদর ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ২ জুলাই সন্ধ্যায় তালা ডাকাবাংলো হলরুমে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার গাজী আব্দুল জলিল সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তালা উপজেলা জাতীয় পার্টিরসহ সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা তালা উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি শেখ আবুল হাসান, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম- সাধারন সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাপানেতা কাজী শাহিন, পার্থ প্রতিম মন্ডল, জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. লিটন হুসাঈন, সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, সদর ওয়ার্ড সভাপতি মো. বাহারুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা মো. ফয়সাল হোসেন, সৌরভ খান, জাতীয় শ্রমিক পার্টির নেতা মো. বজলুর রহমান, মো. শফি, মো. হাফিজুর রহমান প্রমুখ।
সভায় ১৪ জুলাই দিবসটি পালন উপলক্ষে গৃহিত কর্মসূচী সমূহ: পল্লীবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ১৪ জুলাই শুক্রবার তালা সদর ডাকবাংলো চত্বরে সকাল ৮ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হবে। পল্লীবন্ধু এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেন। সেকারণে তালা উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজে পল্লীবন্ধুর আতœার শান্তি ও মাগফেরাত কামনায় মসজিদের খতিবদের দিয়ে দোয়ার ব্যবস্থা করা। ১৪ জুলাই বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে স্বরনসভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পালন। ৮ জুলাই শনিবার বিকাল ৪ টায় তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শুভাষিনী বাজারে অনুষ্ঠিত হবে। ৮ ই জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা সুজনশাহা বাজারে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার বিকাল ৪ টায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা খলিশখালি বাজারে জাতীয় পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা মাগুরা বাজারে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার বিকাল ৪ টায় জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্র¯ু‘তি সভা জেঠুয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শালিখা বাজার চত্বরে অনুষ্ঠিত হবে।
১১ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা ফুলবাড়ি বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নগরঘাটা ইউনিয়ন জাতীয়পার্টির প্রস্তুুতিসভা নগরঘাটা পোড়ার বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার বিকাল ৪ টায় খলিলনগর ইউনিয়ন জাপার প্রস্তুুতি সভা খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৬ টায় তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ প্রস্তুুতি সভা সদর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা পাটকেলঘাটা বাজারে অনুষ্ঠিত হবে। ১৩ ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা কুমিরা বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্ব- স্ব- ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক অনুরোধ করা হয়েছে। উল্লেখিত প্রতিটি প্রস্তুুতি সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এবং সহযোগী সংগঠনের উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।