তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার উদ্দেশ্যে গাছে ওঠেন। গাছটির পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি তার টানা ছিল। গাছের পাতা কাটার সময় অসাবধানতাবশত তারটি তাঁর শরীরে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় মিজানুর রহমান জানান, “গাছের পাতা কাটার সময় হঠাৎ দেখি তিনি চিৎকার দিয়ে নিচে পড়ে গেলেন। পরে সবাই গিয়ে দেখি তিনি নিস্তেজ হয়ে গেছেন।” খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ তার গাছের সঙ্গে ঝুলে আছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ তার অপসারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”