তালা অফিস থেকে নজরুল ইসলামঃ ফজরের নামাজের প্রস্তুতি নিতে ওযু করার সময় তালায় জাপা নেতা লিয়াকত আলী খাঁ (৬০) এর হার্ট এ্যাটাকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না ল্লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসর নামাজ বাদ নিজ গ্রাম শিবপুরে জানাযা শেষে পারিবারিক কবরে স্থানে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে তালার শিবপুর গ্রামের মাতব্বার মরহুম কেরামত আলী খাঁ সেজ পুত্র লিয়াকত আলী খাঁ দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির টিউবওয়েলে ওজু করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষনিকভাবে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনৈতিকভাবে তিনি তালা সদর ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মামাতো ভাই, আধ্যত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিবপুর ঐতিহ্যবাহী ঈদগাহের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কাজেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
মৃত্যুকালে তিনি মা ছখিনা বেগম, স্ত্রী মোমেনা বেগম, দুই পুত্র মেহেদী হাসান সাক্ষর, সৌরভ খান সহ ভাই-বোন আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সি.সহসভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান,তালা সদরের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দীন,উন্নয়ন প্রচেষ্টা এনজিও পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলার জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু,থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল আব্রাহাম জর্জ, গ্রাম ডাঃ সৈয়দ আব্দুল্লাহ হেল কাফি, সৈয়দ আব্দুল্লাহ হেল হাদি, মরহুমের বড় ভাই আব্দুস সবুর খাঁ,মেজ ভাই আব্দুল গফুর খাঁ, অবঃপ্রাপ্ত সেনা কর্পোরাল রফিকুল ইসলাম খাঁসহ সকল ভাই, আত্নীয় স্বজন ও শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নমাজ পড়ান মাওলানা সিদ্দিকুর রহমান, বয়ান রাখেন মাওলানা সাইফুল ইসলাম ও মোনাজাত পরিচালনা করেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আলীম । তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফজরের নামাজের আগে হঠাৎ এমন মৃত্যুর স্থানীয় মুসল্লিদের মধ্যেও শোকের ছাপ দেখা গেছে। এদিকে জাতীয় পার্টির নেতা মৃত্যুতে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা উপজেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।