
নব কুমার দে (তালা থেকে): সাতক্ষীরা জেলার তালায় নবাগত সহকারী কমিশনার ভূমি রাহাত খানের যোগদান । রবিবার (২৪ আগষ্ট)সকাল ১০ টায় তালার পাটকেলঘাটাস্হ উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এ সময় অত্র অফিসেের কর্মকর্তারা নবাগত সহকারী কমিশনার (ভুমি) রাহাত খান কে ফুলের শুভেচ্ছা দিযে বরন করে নেন।
উল্লেখ্য নবাগত সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ৪০ তম বি সি এসে সুপারিশ প্রাপ্ত হয়ে যশোর জেলা প্রশাসক কার্যলয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে ভূমি মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হয় । পরবর্তীতে রাহাত খান কে ভূমি মন্ত্রনালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত করেন। খুলনা কমিশনার অফিস থেকে তিনি তালায় সহকারী কমিশনার ভূমি হিসাবে যোগদান করেন। তিনি বলেন, আমি আপনাদের এখানে নতুন যোগদান করেছি।আপনাদের সহযোগিতায় আমি এখনকার সর্ব স্তরের জনগনের সুষ্ঠু সেবা প্রদান করতে পারি।