নজরুল ইসলাম, তালা: “মাদককে ও জুয়াকে না বলুন,মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ুন” স্লোগানকে সামনে রেখে তালায় নওয়াপাড়ায় ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া স্পোটিং কাউন্সিলের আয়োজনে কোয়াটার ফাইনালের শেষ খেলা নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলায় নওয়াপাড়া স্পোটিং কাউন্সিলের সভাপতি মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিরা ইউনিয়ন আ.লীগ সভাপতি কাজী তবিবুর রহমান, ইউপি সদস্য মো. মশিয়ার রহমান, জাপা নেতা মো. আব্দুর রহমান, মো. হাশেম আলী মাষ্টার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. হামিদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মো. মান্নান শেখ, মো. নুরুল ইসলাম, চুমকিঘোনা ফুটবল একাদশ টিম ম্যানেজার মোছা. তছলিমা খাতুন প্রমুখ। খেলায় অধিনায়ক সাইদ সরদার এর দল সাতক্ষীরা চুমকি ঘোনা ফুটবল একাদশ বনাম মো. শহিদ মল্লিক এর দল স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশ ০-১ গোলের ব্যবধানে বিজয়ী লাভ করেন। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন এস.এম ডালিম হোসেন ও লাইসম্যানের দায়িত্ব পালন করেন মো. অহিদুজ্জামান টিটু,কাজী মুন্না। কয়েক শত মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনমুগ্ধকর এ খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন মো. শহিদ মল্লিক। খেলা শেষে অতিথিররা ম্যান অফ দি ম্যাচ এর হাতে পুরস্কার তুলে দেন।