তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরুষ ও মহিলাদের পৃথকভাবে ভোটকেন্দ্র ভিত্তিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার) বাংলাদেশ জামায়েত ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে তালা উপশহর ও ইসলামকাটি ইউনিয়নের প্রশিক্ষন কর্মশালা (পুরুষ ও মহিলাদের পৃথক ভাবে) অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আমির মাওঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
উপজেলা জামায়াতের ইসলামীর সহ সেক্রেটারি মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর আলহাজ¦ ডাঃ মাহামুদুল হক, সাতক্ষীরা শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, ৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক সহ ১২ ইউনিয়নের আমীর, সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রদান অতিথি তার বক্তৃতায় বলেন,ছাত্র আন্দোলন হয়েছিল উই ওয়ান জাস্টিস, কোন চাঁদাবাজি থাকবে না, কোন দুষ্কৃতকারী থাকবে না,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে। আগের দিনের দখলদারের চেহারা পরিবর্তন হয়েছে। চাঁদার হার বেড়ে গেছে সে স্থানে অন্যরা দখলে নিয়েছে চাঁদার হার দ্বিগুণ হয়েছে। আন্দোলনের ফসল চাঁদাবাজদের দখল থেকে মুক্ত করে, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ আমরা উপহার দিতে চাই। এ জন্য সকল ইসলামী দল ঐক্যবদ্ধ ভাবে একটি দেশপ্রেমিক সরকার গঠন করতে চাই। এজন্য আমাদের ভুমিকা সবার আগে রাখতে হবে। আমরা যেখানে দূনীতি দেখবো,যেখানে অসামঞ্জস্যতা দেখবো সেখানে আমরা প্রতিবাদ করবো। সকল অপকর্ম এবং কালো অধ্যায় আমরা সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এজন্য সৎ যোগ্য ব্যক্তি নির্বাচিত করে আমরা কাঙ্খিত ফলাফল উপহার দিয়ে দুঃশাসন মুক্ত সমাজ, রাষ্ট্র উপহার দিতে চাই। সার্বিক অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওঃ মাছুম বিল্লাহ।