
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা নির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবার) সকাল ১০ টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতির শিবপুরস্থ বাসভবন চত্বরে মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিঃ সহ-সভাপতি এ্যাড.জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, মোঃ আজিজুর রহমান, বিএম বাবলুর রহমান,ধানদিয়া ইউনিয়ন জাপার সভাপতি অধ্যাপক আবুবক্কর গাজী, নগরঘাটা ইউনিয়ন জাপার সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন,খলিশখালী ইউনিয়ন জাপা সভাপতি মোল্ল্যা নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সরুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম খাঁন, তেঁতুলিয়া ইউনিয়ন জাপার সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ডাঃ সহিদুল ইসলাম,জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁন, মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিচালক নিগার সুলতানা নিপা, মহিলা পার্টির নেত্রী মিসেস সাজেদা বেগম, শ্রীমতি নমিতা রানী পাল, মিসেস জাহানারা বেগম, তালা ইউনিয়ন জাপার সিনিঃ সহ-সহ সভাপতি মোঃ আবু হায়াত নিকারী, মোঃ আলাউদ্দীন মোড়ল, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ আব্দুল আহাদ সরদার,ইসলামকাটী জাপার সভাপতি মেম্বর আবুল কাশেম, সাধারন সম্পাদক শেখ মোঃ নাজমুল হাসান (সেলিম) , সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ আব্দুস সাত্তার, খলিলনগর ইউনিয়ন জাপার মোঃ আবু সুফিয়ান গাজী, কুমিরা ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাপার দপ্তর সম্পাদক শেখ আব্দুল লতিফ, জাপানেতা আমিনুর গাজী, যুবসংহতী তালা উপজেলা সভাপতি এস.এম তকিম উদ্দীন, সাধারন সম্পাদক শেখ আমিনুর রহমান, মোঃ লিটন হুসাইন,মতিয়ার রহমান সরদার, মোঃ লুৎফর রহমান, মির্জা শামীম, মির্জা কালাম, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, সিনিঃ সহ- সভাপতি শ্রী যুধিষ্ট্রী চক্রবর্তী ,সাধারন সম্পাদক এস,এম ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা মো. ফয়সাল হোসেন, জাতীয় তরুন পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম মুকুল হোসেন।
সভায় সভাপতি বলেন, পল্লীবন্ধু এদেশের মানুষের কল্যানে ইসলামের জন্য জনকল্যান মুলক যে উন্নয়ন বাংলাদেশে নজির স্থাপন করেছেন তা চীরস্বরনীয় হয়ে থাকবে। তিনি দেশের কল্যানের জন্য জাতীয় পার্টির পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় অবস্থান ও আগামী নির্বাচনে দলের ভূমিকা নিয়ে মতামত প্রদান করেন। এ সময় বক্তারা দলের অভ্যন্তরীণ ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।