নজরুল ইসলাম, তালা: তালায় জমিজমা সংক্রান্ত বিরোধদের জেরে মারপিটের ঘটনায় ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের ভক্তলাল বিশ্বাস'র ছেলে সত্যপদ বিশ্বাস (৩৪) ও তাপস বিশ্বাস (২৮) তার ক্রয়কৃত ১৪ শতক জমি নিয়ে বিরোধিতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল( শুক্রবার) দুপুরে বিক্রয়কৃত জমি নিজের দাবি করিয়া গোপালপুর গ্রামের মৃত্যুঞ্জয় দে (২৭) ও অজয় দে (২৪) সহ আরও ৪-৫ জন অতর্কিত হামলা চালায়। হামলায় সত্যপদ বিশ্বাস ও তাপস বিশ্বাস মারাতœকভাবে আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সত্যপদ বিশ্বাস ও তাপস বিশ্বাস বলেন, প্রায় ১১ বছর আগে সরস্বতী রানির নিকট থেকে গোপালপুর মৌজার জে,এল নং ৯১ এস,এ, খতিয়ানের ৩৫৪,আর,এস,২৩৮ নং খতিয়ানের ৪৫২ দাগের ৬৪ শতকের মধ্যে ১৪ শতাংশ জমি ক্রয় করি। দীর্ঘ ১১ বছর ধরে তিনি ওই জমি নিজে ভোগদখল করে আসছেন। মৃত্যুঞ্জয় দে ও অজয় দে বিক্রিকৃত জমি নিজের দাবি করে হামলা চালায়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।