তালা প্রতিনিধি: তালা পুরাতন বিদে হাইস্কুল মাঠে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক পথনাটক ‘আমার অধিকার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে মঞ্চস্থ হয়। তালা উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ নাটক মঞ্চায়িত হচ্ছে। বে-সরকারি সংস্থা উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডা-এর অর্থায়নে উক্ত প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার শত শত দর্শক সচেতনতামূলক উক্ত পথনাটকটি উপভোগ করেন।
তালায় জন্ম নিবন্ধন বিষয়ক পথনাটক মঞ্চস্থ
পূর্ববর্তী পোস্ট