কিশোর কুমার: মোবাইলে ভিডিও গেম খেলা দেখিয়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইয়াছিন গাজী (১৭)নামে এক কিশোরে বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কিশোরসহ পরিবারের সদস্যরা। ভিক্টিম ওই শিশুটি দুদিন সাতক্ষীরা সদর হাসাপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকালে তালা উপজেলা দুধলী গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পিতা জানান, প্রতিবেশি আরিফুল ইসলামের ছেলে ইয়াছিন বুধবার বিকালে তার মেয়েকে মোবাইলে গেম খেলা দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ফেলে তার শিশুকন্যাকে ধর্ষণ করে। এরপর সন্ধ্যার দিয়ে মেয়ে কান্নাকাটি করে ঘটনাটি তাকেসহ স্ত্রীকে খুলে বলে। পরবর্তীতে রাতেই ঘটনাটি থানা পুলিশকে অবগত করেই শিশুটিকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসা শেষে বর্তমানে শিশুটিকে বাড়িতে আনা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষণের অভিযোগ এনে তিনি বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মামলা করেছেন। নাম না জানানোর শর্তে ভুক্তভোগীর এক নিকট আত্মীয় জানান, ইয়াছিন কখনও ভ্যান চালক আর ভাটায় কাজ করে জীবন জীবিকা চালাত। কিছুদিন আগে বাড়িতে এসে এলাকার বখাটে ছেলেদের সাথে ওঠাবসা শুরু করে দেয়। মঙ্গলবার দুপুরের পরে সে শিশুকন্যাটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে সে পালিয়ে যায়। ভিক্টিমকে বর্তমানে সদর হাসপাতালের চিকিৎসাধীন শেষে বাড়িতে আনা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।