
কিশোর কুমার: তালা উপজেলার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ, ডা. গাজী মুজিবুর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইয়াছিন সরদার, লুৎফর রহমান গোলদার, আ.লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।