
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় বিশিষ্ট ঘের ব্যাবসায়ী মোঃ বজলুর রহমান শেখ (৫৬) এর মৃত্যু দাফন সম্পন্ন। গত ২ নভেম্বর রবিবার রাত্র ১০ টা দিকে বিনেপোতা নামক স্থানে তিনি আকস্কিক অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে গভীর রাতে সাতক্ষীরা মেডিকেল ও পরে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কালে গতকাল ৩ নভেম্বর মৃত্যু বরন করেন। তিনি মরহুম ইছারুদ্দীন শেখ এর পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী এক পুত্র এক কন্যা সন্তান রেখেযান। একমাত্র পুত্র সন্তান শেখ রাজু আহমেদ তুহিন (২৫)।

