নজরুল ইসলাম, তালা: তালায় সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যেগে কর বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তালার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঋণ গ্রহীতা সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক পরিতোষ কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা যোনের যোনাল ম্যানেজার মো: বাবর আলী। চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার যোনালের অডিট অফিসার মো: আবুল বাসার সিকদার, এরিয়া ম্যানেজার অশোক কুমার ঘোষ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম সফি,এনজিও কর্মকর্তা কাজী বাবর আলী প্রমুখ। “গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।