তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালায় খাদ্যে বিষক্রিয়ায় বিলায়েত হোসেন গাজী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) তিনি মারা যান। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে নারী ও শিশুসহ একই পরিবারের আরও ৬ জন।
তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের সিরাজুল ইসলামসহ তার পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত বিলায়েত হোসেন গাজী (৭০) সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মৃত লালচন্দ্র গাজী।
বিলায়েত গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী জানান, একই গ্রামের ওসমান শেখের ছেলে সিরাজুল শেখ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তার স্ত্রী রাজি না হওয়ায় সম্প্রতি সে তার স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চিঠি দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সিরাজুল শেখ আমাদের পরিবারের সকলকে মেরে ফেলবে বলে দফায় দফায় আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দেয়। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরের দিকে জাহাঙ্গীর কৌশলে আমাদের রান্না করা ভাতের হাড়িতে বিষ মিশিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে সেই ভাত খাওয়ার পর আমিসহ একে একে আমার বৃদ্ধ পিতা বিলায়েত গাজী (৭০), মা ছবিরন বিবি (৫৫), আমার স্ত্রী রুনা বেগম (২৭) ও শিশু ছেলে সামিউল গাজী (৫), আমার ছোট ভাই দিদারুল ইসলাম'র স্ত্রী ফারজানা বেগম (২৩) ও তার ছেলে রেহান বাবু (৩) অসুস্থ হয়ে পড়ি। বিষয়টি জানার পর রাতেই প্রতিবেশিরা আমাদের ৭ জনকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করায়। রোববার দুপুরে পিতা বিলায়েত গাজীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। এদিকে এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মাঝে শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে সিরাজুল শেখসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তালা থানা পুলিশের তত্বাবধানে বিলায়েত গাজীর মৃতদেহ খুমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের অন্য সদস্যরা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।