
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার আগোলঝাড়া-আটারই ঢেঙ্গারবিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ৪০ টি ঘোড়া অংশগ্রহণ করেন।
শনিবার ( ২৪ মে ) বিকাল ৩ টায় উপজেলার আগোলঝাড়া আটারই ঢেঙ্গার বিলে স্থানীয় যুব সমাজের আয়োজনে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার আলোচনা সভায় ও পুরষ্কার বিতরণে তালা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি মো. হাবিবুর ইসলাম হাবিব।
প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক নাসির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ্ প্রমূখ।
এসময় উপজেলা ও পার্শ্ববর্তী জেলার কয়েক হাজার নারী পুরুষ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়দৌড় শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়া আগত সকল ঘোড়ার জন্য প্রদান করা হয়েছে আকর্ষনীয় পুরুষ্কার।