নব কুমার দে, তালা: তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর ১৯৯৫ এসএসসি ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কুমিরা কদমতলা মোড়ে ৫২জন বন্ধু-বান্ধবী একত্রিত হয়ে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ভিটায় এসে পৌছায়। দীর্ঘ ২৯ বছর পর সাগরদাঁড়িতে একত্রে মিলিত হয়ে এক অভূতপূর্ব খুশির জোয়ার দেখা যায়। একত্রিত বন্ধু -বান্ধবীর নাম- অসীম সেন, নীলরতন ভট্টাচার্য, প্রতাপ ভট্টাচার্য, চন্দন সাধু,নব কুমার দে, প্রভাষ হোড়, কাজী নজরুল ইসলাম (হিল্লোল), মোহনলাল ঘোষ, লালন রায়, শেখ শাহিদুজ্জামান (পাইলট), আব্দুল মজিদ (মামু), মনিশংকর বিট, আসাদুল আসাদ, শাহীন, মিজানুর রহমান, গৌতম রায়, সমরেশ ঘোষ, লাভলু, মো. শহিদুল, সম্পা খাতুন, হিরো, কবিরুল ইসলাম, মাশরিকা আজিজ (শিখা), মো. মিজানুর, মো. শফিকুল (মামু), মো. সাইফুল, ফজলুল হক (মধু), দাউদুর রহমান, আব্দুল কুদ্দুস, এনামুল (বাবু), হুমায়ুন, মো. আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, আবদুল মালেক, জাকারিয়া, শাহীন সরদার, সুমন, রওনাকুল ইসলাম (রানা), দেবপ্রষাদ, মারফুল, আনুপম পাল, মো. আলিম, দীনবন্ধু (দীনু), মমতাজ (চম্পা), অলিক, রফিকুল ইসলাম, টিপু সুলতান, রবিউল ইসলাম, জুলেখা ইয়াসমিন প্রমুখ। আব্দুল মজিদ (মামু) বলেন, আমরা ১৯৯৫ সালে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে যারা এস,এস,সি পাস করি তাদের একত্রে করার জন্য গত ১৭ ডিসেম্বর কয়েক বন্ধু একত্রে বসি। সিদ্ধান্ত নিই ১৯৯৫ সালে বন্ধু বান্ধবদের একত্রে করা যায় কিনা। সেদিন থেকে আমরা কয়েকজন মাঠে নামি,নামার পর চেষ্টা করি বন্ধু বান্ধবদের একত্রে করার। সারা বাংলাদেশে যেসব বন্ধুরা কাজ করে তারা সকলে একত্রিত হয়েছি। আমরা সকলে একত্রিত হয়ে বিশাল বিশাল ভালো লাগছে। আজ ২৯ বছর পরে বন্ধুদের চেহারা পর্যন্ত মনে নেই, তাদের দেখে মনটা ভরে যায় গেছে। যেন ঈদের মতো আনন্দ পাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
তালায় এসএসসি ১৯৯৫ ব্যাচের মিলন মেলা
পূর্ববর্তী পোস্ট