তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা শালিখা-দেলুয়া নদীতে নৌকায় চড়ে জলাবদ্ধতা নিরসনে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।
সোমবার (২১ জুলাই) উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত পরিচালিত এ অভিযানে নদী থেকে সকল অবৈধ নেটপাটা অপসারণ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, এসআই জিয়াদসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
ইউএনও দিপা রানী সরকার বলেন, জলাবদ্ধতা নিরসনে আমাদের এ অভিযান চলমান। উপজেলার প্রতিটি নদ-নদী, খাল-বিল এলাকায় অবৈধ নেটপাটা অপসারণের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে।