তালা অফিস: তালায় মাঝিয়াড়া আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রী ভর্তি বিষয়ক মতবিনিময় সভা মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রবিবার মানবউন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে পরিচালক নিগার সুলতানা নিপার সার্বিক সহযোগিতায় শিক্ষক মো.কলিম উদ্দীনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক সাংবাদিক এস,এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সৈয়দ ঈদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মুহম্মাদ আলী বিশ্বাস, সৈয়দ আব্দুল্লাহেল হাদী, ইউ.পি সদস্য শেখ মুহা. আব্দুর রাজ্জাক, শিক্ষক গাজী কামরুল ইসলাম, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, শিক্ষক মাওলানা মুহা. আব্দুল আলীম, শিক্ষক শেখ মো. আব্দুস ছাত্তার, সাবেক মেম্বর শেখ সিদ্দিকুর রহমান, ডা. এনামুল ইসলাম, শিক্ষক এস.এম হাসান আলী বাচ্চু, মো. আব্দুর রশিদ গাজী, মো. রুহুল আমিন মোল্যা, মো. আবজাল হোসেন, মো. আমিনুর রহমান রানা, মো. নুরুল আমিন বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় বিদ্যালয়টির ছাত্র ছাত্রী ভর্তি সহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। ১৬ডিসেম্বর বিকাল ৪ টায় পুনরায় অভিবাবকদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহিত হয়।