তালা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা ও কলম উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা সদর ইউনিয়নের ১৯২নং এ,জে,ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ছাত্র ছাত্রীদের মধ্যে এ খাতা ও কলম বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা কর্মকার, সহকারী শিক্ষক মো. আবু হাসেম সরদার, হাফিজুর রহমান, এলিজা সুলতানা, গাজী শাহাদুজ্জামান, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, মীর জাফিরুল ইসলাম, সুমন ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মুস্তাকিন বলেন, আমি আমরা বন্ধু থেকে খাতা ও কলম উপহার পেয়ে খুব খুশি হয়েছি। ধন্যবাদ আমরা বন্ধুকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা কর্মকার বলেন, আমরা বন্ধু সংগঠনের খাতা, কলম পেয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খুব খুশি। তা দেখে খুব ভালো লেগেছে। আশা রাখি আগামীতেও আমাদের বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা বন্ধু থাকবে। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।