
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় আটারই “মাদক কে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” স্লোগানকে সামনে রেখে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বার) বিকালে আটারই যুব সংঘের আয়োজনে আটারই-বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। আটারই যুব সংঘের মো: জাহিদ হাসান এর সভাপতিত্বে ও মো. রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাশুনী ডিগ্রী কলেজের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক মো. জিয়াউর রহমান জিয়া,তালা সদরের আটারই ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রিজাউল ইসলাম গোলদার, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু। ফাইনাল খেলায় বারুইহাটি ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আটারই ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলায় বারুইহাটি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মো. জোবায়ের হোসেন ও আটারই ফুটবল একাদশের অধিনায়ক মো. তপু সরদার। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মো. শামীম হোসেন ও লাইসম্যানের দায়িত্ব পালন করেন মো. রাজু ও মো. রুহুল আমিন। খেলাশেষে বিজয়ীয় দল বারুইহাটি ফুটবল একাদশ ও রার্নাস আপ দল আটারই ফুটবল একাদশের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। খেলায় শতশত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত লক্ষ্য করা যায়।