নজরুল ইসলাম, তালা: তালা উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামাতের ডাকা হরতাল ও সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবার) সকাল সাড়ে ১১ টায় তালা উপজেলা আ.লীগের আয়োজনে হরতাল বিরোধী মিছিল শিল্পকলা একাডেমী চত্বর হতে বের হয়। মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের এরশাদ চত্বর নামক স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে তালা উপজেলা আ.লীগের সহ-সভাপতি যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। তালা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি খোরশেদ আলম, সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সাহাবুদ্দিন বিশ^াস, সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশ^াস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মো. ইয়াছিন সরদার, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়সহ উপজেলা যুবলীগসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালায় আওয়ামীলীগ’র শান্তি সমাবেশ
পূর্ববর্তী পোস্ট