
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপা রানী সরকার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই বুলবুল আহমেদ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই কাছেদ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,জামায়াতের জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,তালা উপজেলা নায়েবে আমীর মাওলানা মফিদুল্লাহ, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা প্রেসক্লাবের সি. সহ-সভাপতি এস. এম জাহাঙ্গীর হাসান,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক স. ম. ইয়াছিন উল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক সংগঠক মীর্জা সাকিব প্রমুখ। সভায় উপজেলা জুড়ে জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেটপাটা অপসারন সহ জুয়া,মাদক,চুরি,ডাকাতি,ইফটিজিং নিরোধের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।