
নজরুল ইসলাম, তালা: তালা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে আনসার-ভিডিপি হলরুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, আ.লীগ নেতা সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদারসহ সকল সরকারী কর্মকর্তা ও ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদ্বয়, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় তালায় জঙ্গি, মাদক, চুরি, জুয়া রোধকল্পে টহল জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলকে সচেষ্ট থাকার আহব্বান জানানো হয়।