তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে তালা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, বিআরডিবি অফিসার নারায়ন চন্দ্র সরকার, সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক সাব্বির হোসেন, তালা প্রেসক্লাবে প্রতিনিধি সাংবাদিক খান নাজমুল হুসাইন, লিটন সরদার,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্মীজা সাকিব, আনোয়ার হোসেন সাগর, সহ সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় তালা উপজেলা জুড়ে মাদক,জুয়া, বাল্যবিবাহ বন্ধে সকলের সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট থাকার আহব্বান জানানো হয়।