নিজস্ব প্রতিবেদক: তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মঙ্গল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মহাসেনুল হাবিব মিন্টু, আলতাফ হোসেন, আনিছুর রহমান, জেসমিন সুলতানাসহ সকল শিক্ষক, কর্মচারিবৃন্দ। এসময় স্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৩৫০জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
পূর্ববর্তী পোস্ট