নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী। কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে বাথুয়াডাঙ্গায় বাসন্তী পূজায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ "ড্যাব" সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম।
তিনি বলেন বিগত ১৭ বছর আপনাদের মাঝে আমাদের আসতে দেয়া তো দূরের কথা আমরা বাড়ীতে আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ পালন করতে পারিনি। এখন সময় পাল্টেছে। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এটা অনুভূতির বিষয় বৃহৎ বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশী। আজকের এই এলোমেলো বসন্ত বাতাসে বাসন্তী পূজায় এসে আমরা গর্বিত। আমাদের মধ্যে যে সংস্কৃতি ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে পাশাপাশি থাকবো একদিকে বাজবে শাক উলুধ্বনি অন্যদিকে বাজবে মসজিদে আজানের ধনী কোন সমস্যা হবে না। সেই সাংস্কৃতি থেকে আমাদের অনেক দূরে নিয়ে এসেছে ধর্মভিত্তিক রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় নেতা তারেক রহমান কোন ধর্মের ভিত্তিতে ভেদাভেদে বিশ্বাসী নয় আমরাও নই। আমরা চাই এদেশের একটিও হিন্দু পরিবার যেন জমি বিক্রি করে অন্য দেশে পাড়ি না জমায়। শক্তি প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে অনেক কে যেতে বাধ্য করা হয়েছে বিগত সময়ে। আমরা এর ঘোর বিরোধী আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষ সমান মর্যাদা সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে পরস্পর একসাথে পথ চলবে এটা আমরা আন্তরিক ভাবে চাই। আপনারা দেখেছেন বিগত সময়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন এ দেশের সাম্প্রদায়িকতা বজায় ছিল। সেটা ক্রমান্বয়ে একটা বিভেদের পর্যায়ে আনা হয়েছে, সেই সময় আমরা পার হয়ে এসেছি। এখন আমাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সেই সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে শুধুমাত্র আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি। দেশের সকল গণতন্ত্রগামী রাজনৈতিক দল সাধারণ মানুষ আমরা সকলে মিলে মিশে এক হয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। যার মাধ্যমে এ দেশের সাম্য প্রতিষ্ঠা হবে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা সবাই ভাই ভাই মানবিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে পারব হাতে হাত রেখে।
রাঁধেশ্যাম ঘোষের সভাপতিত্বে রামপ্রসাদ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
দেবাটা উপজেলা বিএনপির সাবেক সফল আহবায়ক ও সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি মোঃ আখতারুজ্জামান বাপ্পি, সাবেক দপ্তর সম্পাদক শেখ খাইরুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক প্রচার সম্পাদক মোঃ কিসমাতুল বাড়ী সাবেক দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাবেক ছাত্রদলের সোনালী অতীত সফল সভাপতি আলহাজ্ব মোজাফফর হোসেন, সাবেক মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিন্নাত আলী, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজু, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আরশাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোনাজাত সানা, বিএনপি নেতা মোঃ অলিদ হোসেন,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ন আহবায়ক ওয়ালিদ হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি শেখ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমন, ভাড়াসিমলা ইউনিয়ন ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা মোঃ আবু হায়দার রনি প্রমুখ