প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহর ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়িনাই’ এই স্লোগানে শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের নেতার (তারেক রহমান) বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছ। তারই ধারাবাহিকতায় সরকার এই গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এসময় শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারেক রহমানের জন্য রাজপথে লড়ে যাবে বলে আশাব্যক্ত করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশী, আবু রায়হান, আল আমিন হোসেন, সদস্য সচিব শাহিন ইসলাম, সদস্য শামীম হোসেন, আরিফুল ইসলাম, সুমন হোসেন, নয়ন ইসলাম প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.