ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্ত হওয়ায় গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা শ্রমীক দলের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাকারিয়া মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা শ্রমীক দলের সভাপতি শেখ ফরিদুল উসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্ততার বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক,বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান ও শেখ ফরহাদ হোসেন, অরুন কুমার গোলদার । এসময় বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় দুনীতি বিরোধী দিবস পালিত: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সমানে রেখে গতকাল সোমবার সকালে দুনীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আর্ন্তজাতিক দুনীতি বিরোধী দিবস পালিত হয়েছে । সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ায়ন, উপজেলা চত্বরে মানববন্ধন, এবং উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, প্রভাষক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম ঢালী, এ্যাড. আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিক্ষক সৌমেন বিশ্বাস, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব প্রমুখ।
ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে গতকাল সোমবার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ট জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনিক দপ্তরের হলরুমে আলোচনা সভায় ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা হাসি রানী সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, বান্দাা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,বিশিষ্ট সমাজ সেবক প্রভাষক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন কাটাগরীতে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জরকারী বরাতিয়ার বিজয়া সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কোমরাইল গ্রামের কৃপা বিশ্বাস, সফল জননী রুপরামপুর গ্রামের মলিনা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী কুলবাড়িয়া গ্রামের সন্ধ্যা মন্ডল, সমাজ উন্নয়নে আস্যামান্য অবদান রেখেছেন যে নারী ভদ্রদিয়া গ্রামের রাশিদা বেগম প্রমুখ।