প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সদ্য ঘোষিত বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রস্তুতি সভায় প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক জনসংযোগমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহবান জানান। নির্বাচনী প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৪নভেম্বর) বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় জাতীয়তাবাদী যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, পৌর কৃষকদলের আহবায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব রুহুল কুদ্দুস, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আ: সালাম দিলু, সদস্য সচিব দোয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, কলেজ ছাত্রদল নেতা সৈকত, অঙ্কুর প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.