কামরুল হাসান, কলারোয়াঃ মানবতার সেবা'র উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মানবতার সেবা'র পরিচালক এড. এম শাহ আলম কলারোয়া থানার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে অদম্য মেধাবী শিক্ষার্থী মোঃ বেলাল হোসাইনকে আর্থিক সহায়তা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিল না ওই মেধাবী শিক্ষার্থী। ঠিক সেসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন মানবতার সেবা সংগঠনের পরিচালক। সুশিক্ষা অর্জন করে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা হিসেবে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, সংগঠনের সদস্য এড. আব্দুল্লাহ আল হাবিব, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শিক্ষিকা মেরিনা খাতুন, নিয়াজ খান প্রমুখ।