কালিগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রুগী মহিবুল্ল্যাহ নামক ব্যাংক কর্মকর্তাকে কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের বাড়ী থেকে আটক করেছে পুলিশ। পরে তাকে এবং তার স্ত্রী কন্যাকে হোম-কোয়ারেন্টাইনে রেখে তার বাড়ী সহ পাশের দুটি বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১০টার সময় উপজেলার নলতা ইউনিয়নের নোওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
করোনায় আক্রান্ত মহিবুল্ল্যাহ সরদার নোওয়াপাড়া গ্রামের বাহার আলী সরদারের পুত্র। সে ঢাকায় সাউথ ইষ্ট ব্যাংকে চাকুরী করা অবস্থায় ঈদের পর হতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ভুগছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ঔষধের দোকান থেকে ঔষধ খেয়ে কোন কাজ না হলে গত ৪ জুন ঢাকা মিডফোর্ড হাসপাতালে করোনা ভাইরাস পরিক্ষার জন্য রক্ত দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে।
৫ তারিখে তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ায় তাকে খুঁজে না পেয়ে বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসনকে জানানো হয়। জেলা প্রশাসন বিষয়টি কালিগঞ্জ উপজেলা প্রশাসনকে জানানোর পর সোমবার সকাল আনুমানিক ১০টার সময় থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান এবং স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড়কে সাথে নিয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য পরিবার ও কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান তার বাড়ীতে যেয়ে তাকে এবং তার স্ত্রী সন্তানকে হোম-কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে পাশের ২টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।
এ ব্যাপারে জানতে চাহিলে স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বলেন মহিবুল্ল্যাহ তার স্ত্রী সন্তানদের পৃথক ভাবে বাসায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।