কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে দেবহাটায় ‘পেন্নিঅ্যাপেল’ এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ১০০জন দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টায় মো: আ: কাদেরের সঞ্চালনায় হাদিপুরে দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নের দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে চাউল ১৫কেজি, মুশুরের ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১লিটার, কলা ২কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার এসিল্যান্ড মো: জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। পাশাপাশি ঢাকা আহ্ছানিয়া মিশনের অর্থায়নে ‘ডিড’ এর সার্বিক সহযোগীতায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার হাদিপুর হতে ১০ জন অসহায় দরিদ্র নারীকে ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়নের ১০০ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত আছে।