
দেবহাটা প্রতিনিধি: বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত সম্মাননা পেয়েছেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আনারুল ইসলাম সজল। গত ০৭ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) কর্তৃক আয়োজিত “জুলাই গণঅভ্যুথান দিবস” স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। আনারুল ইসলাম সজল দেবহাটা উপজেলা জাসাসের সভাপতি মনিরুজ্জামান মনির ছোট ভাই ও জুলাই গণঅভ্যুথানের সম্মুখ সারির নেতৃত্বদানকারী।