নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা। সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরীর নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, আফজাল সিদ্দিকি, আবদুলাহ আল মুহিত, সৈয়দ ইরামুল হক। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, একাডেমিক ভবন, মসজিদ প্রাঙ্গণে ফগার মেশিনের সাহায্যে মশক নিধনের ক্যামিকেল স্প্রে করেন এবং বঙ্গবন্ধু হলে অবস্থানরত ছাত্রদের সচেতনতামূলক উপদেশ প্রদান করেন। এসময় আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোসা, চিপসের প্যাকেটও অপসারণ করে তারা ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ বিষয়ে নাজমুস সাকিব চৌধুরী বলেন, "বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা সবসময় ছাত্রছাত্রীদের কল্যানে কাজ করে যাবে, সারাদেশে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রোধেও আমরা কাজ করে যাবো।"