সাতনদী ডেস্ক: সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১৪ আগষ্ট ২০২৩ ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনামূলক প্রচারণা লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা সংগঠন কর্তৃক জনসচেতনতা মূলক মাইকিং করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎন্সা দত্ত ও অন্যান্য নেত্রীবৃন্দের উপস্থিতিতে সকাল ৯টায় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা কার্যালয় হতে জনসচেতনতা মূলক ডেঙ্গু প্রতিরোধের প্রচার কার্যক্রম শুরু হয়ে সাতক্ষীরা সদর উপজেলার সকল গুরুত্বপুর্ণ স্থানে প্রচার মাইক প্রদক্ষিণ করে অফিস কার্যালয়ে এসে শেষ হয়।