বিনোদন ডেস্ক:
হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করতে দেন। ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।
বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তাঁর প্রচণ্ড জ্বর রয়েছে। কমছে না। অসুস্থ শরীর নিয়েই কথা বললেন তানিয়া। তিনি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’
তানিয়া বৃষ্টি এবার ঈদের বেশ কিছু কাজ দিয়ে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে খুবই প্রশংসা পাচ্ছেন। ঈদে প্রচারিত নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক এই তালিকায় রয়েছে। তিনি বলেন, ‘ঈদের পর থেকে বেশি কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।’
এক দশক আগে নাটকে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। শুরুতে তাকে বেশির ভাগ নাটকের গল্পেই দেখা যেত ঝগড়াটে বা উচ্চ স্বরে কথা বলতে হয় এমন চরিত্রে। এমন চরিত্রগুলো প্রশংসা পেলে বেশির ভাগ পরিচালক তাঁকে একই চরিত্রের জন্য বারবার ডাকতেন। বাধ্য হয়েই তাঁকে সেসব কাজ করতে হয়েছে। তবে গত দুই ঈদ থেকে চরিত্র প্রধান ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করছেন। এই কাজগুলোই তাঁকে বেশি শান্তি দিয়েছে। এমন চরিত্রের জন্য তাঁকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।