ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ১৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালে অনেক দিন পর আবারও শুরু হয়েছে অপারেশন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়েছে। বৃহম্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। স্বাগত বক্তৃতা করেন উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম। বক্তৃতা করেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাপ হোসেন, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল প্রমুখ।
সভায় জানানো হয়, বর্তমান ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জরী বিশেষজ্ঞ ডাঃ আছাদুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাহার ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার, পেডিয়াট্রিক্স বিশেষজ্ঞ ডাঃ গোপাল চন্দ্র রায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ শেখ আরাফাত সহ মোট ১৮ জন চিকিৎসক প্রতিদিন হাসাপাতালে সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত রুগী দেখছেন।
সভাপতির বক্তৃতায় সাবক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেহেতু চিকিৎসা সেবায় নিজেদেরকে আত্ম নিয়োগ করেছেন সেহেতু ডুমুরিয়া তথা জাতিকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবেন। এসময় তিনি ডুমুরিয়া হাসপাতালে এসে সকলকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেয়ার জন্য ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের সকল নাগরিককে আহবান জানান। পরে তিনি নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।