প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
ডুমুরিয়া প্রেসক্লাবে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন
ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়ায় বহিরাগত ভূমি দস্যুদের জমি দখলের পায়তারা ও তাদের দেওয়া মিথ্যা মামলায় হয়রানি ও অত্যাচার থেকে রেহাই পেতে এক অসহায় পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করা হয়েছে।
৪ জানুয়ারি বুধবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সন্মলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ভুক্তভাগী পরিবারের পক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ইসরাফিল গাজী। তিনি তার লিখিত বক্তব্যই বলেন- আমরা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাগআচড়া গ্রামের বাসিন্দা। আমার মরহুম বাবা আবুল হোসেন গাজী সরকারের নিকট হতে একটি ভিপি জমি ডিসিআর মুল ইজারা গ্রহন করেছিলেন। প্রায় ২৪ বছর ধরে সেই জমি আমরা ভোগ-দখল করে আসছি। এরই মধ্য কয়রা উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা আরশাফ গাজী ও তার স্ত্রী পারভীন বেগম ওই জমি দখলের পায়তারা শুরু করে তা ব্যর্থ হয়। এরই মধ্যো ২০১৮ সালে আমার বাবা মারা যান। এই সুযাগে তারা ওই জমি দখল নিতে আবারও পায়তারা শুরু করে। তাদের এ কাজে সহযোগিতা করে দুই সাংবাদিক গাজী নাছিম ও তার ভাই গাজী মাছুম। এরা বাগআচড়া গ্রামের অদুত গাজীর ছেলে। প্রায় ৪/৫ মাস আগে এদের ইন্ধনে তারা জোর করে ওই জমিতে গিয়ে ভেড়ি দেয়ার চেষ্টা করে এবং সেখানে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে আমিসহ আমার ছোটভাই ইলিয়াছ গাজী ও তার স্ত্রী মাহফুজা বেগম তাদের হামলা ও মারপিটে জখমের শিকার হয়েছিলাম। যা নিয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। ওদিকে ওই একই ঘটনা নিয়ে তারা আমাদের বিপক্ষে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা ও সাজানো মামলায় আমাদের হাজতবাস করতে হয়। বর্তমান আমরা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করছি। কিন্তু ওরা কিছুতেই আমাদর পিছু ছাড়ছ না। স্থানীয় ও সামাজিক ভাবে আমাদর হেনস্থা করতে উঠে পড়ে লেগেছে। আর তাদের এ সকল কাজে সহযোগিতা করছে দুই সাংবাদিক নাছিম ও মাছুম। তাই এদের হাত থেকে রেহাই পেতে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার ছোট ভাই ইলিয়াছ গাজী ও স্ত্রী মাহফুজা বেগম, মামা আব্দুস সালাম সরদার, ভগ্নিপতি আব্দুস ছালাম শেখ, বাবলু বিশ্বাস ও ফারুক হোসেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.