ডুমুরিয়া প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যো দিয়ে অনুষ্ঠিত হলো ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে এস এম জাহাঙ্গীর আলম সভাপতি, শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক ও এস রফিকুল ইসলাম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গতকাল ১৭ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যান্ত বিরতিহীন ভাবে চলে ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনে ৩ জন নির্বাহী সদস্য সহ ১১টি পদের বিপরীতে ৬টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। সভাপতি পদে ৩ জন, সহ- সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ২ জন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে। এর মধ্যো সভাপতি পদে এস এম জাহাঙ্গীর আলম (সকালের সময়) ১৫ ভোট পেয়ে বিজয়ী হ য়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজি আবদুল্লাহ(পূর্বাঞ্চল) পেয়েছেন ৬ ভোট, সহ- সভাপতি পদে আব্দুর রশিদ এলিন (জন্মভূমি) ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাব্বির খান ডালিম (গ্রামের কাগজ) পেয়েছেন ৯ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন (ভোরের কাগজ) ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী এস এম মাহাবুবুল আলম পেয়েছেন ৭ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উদয় চাক্রবর্তী(সংবাদ) ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী আশরাফুল আলম পেয়েছেন ৮ ভোট, অর্থ সম্পাদক পদে এস রফিকুল ইসলাম(জন্মভূমি) ১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী ইলিয়াস হুসাইন (অর্নিবাণ) পেয়েছেন ১০ভোট ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ(দৈনিক যশোর) ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী অরুণ দেবনাথ (আমার সংবাদ) পেয়েছেন ৭ ভোট। এছাড়া নির্বাচনে অন্য পদগুলোতে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুর রহমান বিপ্লব (পূর্বাঞ্চল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রশিদ বাচ্চু এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এ এরশাদ(সমকাল), শেখ এনামুল বাসার টিটো(সংবাদ সারাবেলা/সাত নদী), ও সুজিত মল্লিক(আমাদের সময়/প্রবাহ) বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন এম এ এরশাদ, সহকারি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।