ডুমুরিয়া সংবাদদাতা: সেচ্ছাসেবী সংস্থা আরণ্যক এর উদ্েযগে শতাধীক শীতার্থ দুঃস্থ’ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। সেচ্ছাসেবী সংস্থা আরণ্যক এর উদ্যোগে সোমবার (২৬ ডিসেম্বর )বেলা ১১টায় শাহাপুর বাজারের মহিলা মার্কেট চত্বরে এলাকার শতাধিক শীতার্থ দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিন্নাত আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শাহাপুর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী নিজাম উদ্দিন।
শীত বস্ত্র বিতরন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিন্নাত আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শাহাপুর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী নিজিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজ সেবক মেজবাউল আলম টুটুল, জিল্লুর রহমান আকুঞ্জি, গিয়াস উদ্দিন সিরাজুল হক খান, জিএম নূরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরণ্যক এর সধারন সম্পাদক জিএম জাফর সাদেক। আলোচনা শেষে এলাকার শতাধিক শীতার্থ দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।